মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (ত্রাণ সামগ্রী) বিতরণ করেছে আল মুসলিম গ্রুপ। করোনা ভাইরাস দুর্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা দেন আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আব্দুল্লাহ। সোমবার দুপুরে উপজেলার শেখরনগরে শেখ মো. আব্দুল্লাহ কওমি মাদরাসা মাঠে ৯০ পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ করা হয়। এরপর গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিটি পরিবারের কাছে এই সামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে দেওয়া হয়, ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পিঁয়াজ, সাবান ও মাস্ক।
বিতরণ অনুষ্ঠানে ফৈমদ্দিন মোড়লের সভাপতিত্বে ও মাদরাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমীন কাশেমীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ্এ্যাড. রাকিবুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অহিদুল ইসলাম প্রমুখ।