তানোরে ১১পিস ইয়াবাসহ ১ মাদক সেবীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবকের নাম খাতিবুর রহমান (২২)। তিনি মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর উত্তরপাড়ার আব্বাস আলীর পুত্র। গত রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুর ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে ১১পিস ইয়বাসহ গ্রেপ্তার করেন। তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।