করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় রংপুরেও বন্ধ করেছে ব্যবসা প্রতিষ্ঠানসহ হোটেল রেস্তোরাঁ। এই অবস্থায় রংপুর নগরীতে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি মানুষেরা। এমন পরিস্থিতিতে রোববার রাতে রংপুর শহরের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হাজী আবদুর রাজ্জাক নিজস্ব উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় হাজী আবদুর রাজ্জাক বলেন বাংলাদেশসহ বিশ্বব্যাপী এই দুর্যোগময় সময়ে নিজ নিজ অবস্থান থেকে বিত্তবানদের এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি রংপুরের অসহায় মানুষদের সাহস জোগাতে কাজ করছি, আপনি কিংবা আপনারাও অসহায়দের পাশে থাকুন।