নিয়ামতপুর উপজেলার নিম্ন আয়ের মানুষের জন্য তৈরী হচ্ছে প্রায় চার হাজার মাস্ক। বাজারে মাস্কের স্বল্পতার জন্যই উপজেলা পরিষদের অর্থায়নে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। নিয়ামতপুরে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে আইজিএ প্রশিক্ষনপ্রাপ্ত নারীরা তৈরি করছেন এ মাস্ক।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেনের পরামর্শ নিয়ে তিন লেয়ার বিশিষ্ট এ মাস্কের ডিজাইন করা হয়েছে। মাস্ক তৈরীর বিষয়টি তদারকি করছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা জানান, বর্তমান করোনা সচেতনতায় দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ওয়ান টাইম মাস্ক তৃণমূল পর্যায় পর্যন্ত নিশ্চিত করা প্রায় অসম্ভব। তাছাড়াও এখন বাজারে মাস্কের সল্পতা রয়েছে তাই এ মাস্ক তৈরীর উদ্যোগটি নেয়া হয়েছে। প্রাথমিক ভাবে তৈরী করা হচ্ছে ৪ হাজার পিস মাস্ক।
উপজেলা চেয়ারম্যান ফরিদ আহাম্মেদ জানান, হাঁচি-কাশিতে রুমাল, টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢাকার অভ্যাস অধিকাংশ মানুষের নেই। সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে মাস্ক ব্যবহারের মাধ্যমে এ সু-অভ্যাসটি তৈরি হবে। হাত দিয়ে নাক, মুখ ও চোখ চুলকানোর প্রবণতা কমবে। মানুষের মাঝে সচেতনতা বাড়বে। তাই উপজেলার নিম্ন আয়ের মানুষদের কাছে পৌঁছে দেয়া হবে তৈরীকৃত এ মাস্ক।