সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ৪৭ বছর বয়সী এক নারী বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। এর আগে আমিরাতে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছিল। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা তিন জন এবং সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫৭০ জন। রোববার আমিরাতের স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় এ-সংক্রান্ত নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে। নতুন করে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১০২ জন। মন্ত্রণালয় আরও জানায়, তারা বিভিন্ন স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় কোভিড -১৯ সংক্রমিত ব্যক্তিদের শনাক্ত করতে এ পর্যন্ত ২ লাখ ২০ হাজারের বেশি মানুষের রক্তের নমুনা পরীক্ষা করেছে। তাদের মধ্যে ৫৭০ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসা সেবা গ্রহণ করে পুরোপুরি সুস্থ হয়েছেন ৫৮ জন।