জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সীমান্তবর্তী পাথরেরচর বাজারে গত ২৯ মার্চ রাত ৮টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি গুদামসহ ৬টি দোকানের মালামাল প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। স্থানীয় এলাকাবাসিরা জানায়, পাথরেরচর বাজারে প্রাণ জুস, লুডস্ ,চিপসএজেন্ট ইব্রাহীম খলিল ওরফে ওবায়দুল এবং ভ্যারাইটিজ দোকান মালিক রবিউল ইসলামের দোকান হাজী মার্কেট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। হঠাৎ আগুন ধাও-ধাও করে জ্বলে লেলিহান ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসিরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হলে খবর পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু ততোক্ষনে দুই ব্যবসায়ীর গুদামঘরসহ মোট ৬টি দোকানের মালামাল পুরে ছাই হয়ে যায়।
ডাংধরা ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ বলেন-আগুন লাগার পর শতশত মানুষ বালি পানি দিয়েও আগুন নেভাতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের গাড়ী রাস্তা খারাপ থাকায় আসতে আসতেই গুদামগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সহ প্রত্যাক্ষদশর্িীরা জানান অগ্নিকান্ডের সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। হয়তো কয়েল কিংবা সিগারেটের আগুনে অগ্নিকাণ্ডে সুত্রপাত হতে পারে।
এ বিষয়ে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান আগুন লাগার খবর শুনে ঘটনাস্থল রিদর্শন করেছি। হয়তো ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন-দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস পাঠিয়েছিলাম। ক্ষতি গ্রস্থদের নামের তালিকা নিয়েছি। সরকারী সাহার্য্য দেওয়া হবে।