মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে ভর্তি হয় এক রোগীর মৃত্যু হয়েছে এই ঘটনায় করোনা ভাইরাস আতঙ্কে ফাঁকা হয়ে গেছে গোটা হাসপাতাল।
নিহতের নাম সোহরাব হোসেন(১২)। সে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাসলিমা আনাম জানান, সর্দি-জ্বর নিয়ে গত রাত সাড়ে তিনটার দিকে সোহরাবকে হাসপাতালে ভর্তি করে তার আত্মীয়-স্বজনরা। এদিকে অবস্থা খারাপ হলে সকালে তাকে ঢাকা পাঠিয়ে দিতে বলে কর্তব্যরত চিকিৎসক, ঢাকা নেওয়ার পথে মারা যায় সে। তিনি আরো জানান, প্রাথমিক পর্যবেক্ষণ এ বিষয়টি করোনা ভাইরাস নয় বলে মনে হচ্ছে।
এই ঘটনার পর আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা হাসপাতাল জুড়ে, হাসপাতালের পুরুষ ওয়ার্ড রোগীশূন্য হয়ে গেছে আর নারী ওয়ার্ডে রোগী আছে মাত্র চারজন।
আইডিসিআর'কে বিষয়টি অবহিত করলেও রক্তের নমুনা সংগ্রহ না করে ছেলেটির দাফন সম্পন্ন করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।
এদিকে স্থানীয়দের মাধ্যমে জানা যায় সোহরাবের বাড়ি প্রতিবেশী কয়েকজন বিদেশ ফেরত রয়েছেন তাদের মধ্যে একজন হোম কোয়ারেন্টাইনে আছেন।