বাগেরহাটে সংসদ সদস্যদের পক্ষ থেকে দুস্থদের মাঝে ত্রান বিতারন করাহয়েছে। সোমবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে বাগেরহাট সদর উপজেলার দশটি ইউনিয়ন ও বাগেরহাট পৌরসভার নয়টি ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি ,সম্পাদক ও জন প্রতিনিধিদের কাছে এই খাদ্র দব্য তুলে দেয়া হয়। সংসদ সদস্যের পক্ষে এই খাদ্য দ্রব্য তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ,জেলা আওয়ামী লীগ নেতা ও শেখ তন্ময় এমপির সমন্বয় কারি মো: ফিরোজুল ইসলাম,জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনসহ জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দরা। এ সময় প্রতিটি ইউনিয়নে একশত প্যাকেট ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পাচশত প্যাকেট করে বিতারন করা হয়েছে।