করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে নিকলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও জীবাণু নাশক স্প্রে করা হয়েছে। কিশোরগঞ্জ -৫ আসনের সাংসদ আলহাজ¦ মোঃ আফজাল হোসেন এর নির্দেশে ও জেলা ছাত্রলীগের পরামর্শে এ কার্যক্রম পরিচালনা করা হয়। সোমবার (৩০মার্চ) নিকলী উপজেলা ছাত্রলীগের সভাপতি- মোঃ ইমরুন হাসান এবং সাধারন সম্পাদক- আরিফ মিয়ার নেতৃত্বে নিকলী উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে দোকানদার, যানবাহনচালক ও জনসাধারণের মাঝে লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় ও জীবাণু নাশক স্প্রে ছিটানো হয়। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে বলে জানান উপজেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি রেদোয়ানুল হক শাওন, সানি সূত্রধর ও সাবেক রাজন ভূইয়া, মোঃ দয়াল উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ।