হোসেনপুরে নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য মো. আনোয়ারুল কবির এর উদ্যোগে রোববার সকালে উপজেলা ছাত্রলীগের স্বেচ্ছাসেবকদের মাঝে স্প্রে মেশিন ও জীবননাশক ওষুধ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাকিম তানিম, সাংবাদিক বদরুল আলম সাজন, সাবেক কাউন্সিলর খন্দকার বাদল, উপজেলা ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান মুখলেছসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য মো. আনোয়ারুল কবির জানান, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য ডাঃসৈয়দা জাকিয়া নুর লিপির নির্দেশে হোসেনপুর উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১ পৌরসভায় স্প্রে মেশিন ও জীবাণু নাশক ওষুধ ছাত্রলীগের স্বেচ্ছাসেবকদের মাঝে বিতরণ করা হয়েছে। সেই সাথে মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।