বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমন থেকে সাধারন মানুষকে রক্ষা করতে দৌলতপুর উপজেলার জনগুরুত্বপূর্নস্থানে জীবানু নাশক ওষুধ প্রযোগ, লিফলেট বিতরন, গুরুত্বপূর্নস্থানে সাবান পানির ব্যবস্থা শুরু করেছেন দৌলতপুরের উপজেলা চেয়ারম্যান। এছাড়াও মাস্ক না থাকা ব্যক্তিদের মাস্ক ও বিতরন করছেন তিনি।
এ কার্য্যক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর টহলরত দল উপস্থিত ছিলেন।
রোববার সকাল থেকে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর, হাসপাতালসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ন এলাকায় এ কার্য্যক্রম শুরু হয়। করোনাভাইরাস যাতে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সড়কে চলাচলরত রাস্তা, যানবাহ ও জনসাধারনকে জীবানুমুক্ত করতে তিনি নিজে স্প্রে শুরু করেন।
এবিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন বলেন, করোনভাইরাসের সংক্রমন থেকে উপজেলার জনসাধারনকে রক্ষা করার জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে জনগুরুত্বপূর্নস্থানে জীবানু নাশক ওষুধ প্রয়োগ, জনগনকে সচেতন করার জন্য লিফলেট বিতরন, গুরুত্বপূর্নস্থানে সাবান পানি দেওয়া, রাস্তায় চলাচলরত যানবাহনের চাকায়সহ রাস্তায় স্প্রে করছি। তিনি আরোও বলেন, পর্য্যায়ক্রমে পুরো উপজেলাতে এই কার্য্যক্রম পরিচালনা করা হবে। দেশে করোনভাইরাস সংক্রমন নির্মূল না হওয়া পর্য্যন্ত এ কার্য্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।