বাগেরহাটের মোল্লাহাটে করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় ঘরে থাকা অসহায় পরিবারের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। বাগেরহাট-১ আসনের সাংসদ জননেতা শেখ হেলাল উদ্দীনের নিজস্ব অনুদানে দেড় হাজার এবং সরকারের পক্ষ থেকে আরও সাতশত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করছে প্রশাসন ও জনপ্রতিনিধিরা। রোববার দুপুরে উপজেলার দেড়বোয়ালিয়া মালোপাড়ায় বেশ কিছু পরিবারের বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দেয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন, অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, সাংসদ শেখ হেলাল উদ্দীনের একান্ত সহকারী ফিরোজুল ইসলাম, কর্মকর্তা ইনচার্জ কাজী গোলাম কবীর, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান এস,কে, হায়দার মামুন, সাংবাদিক শরীফ মাসুদুল করিম ও শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ।
উল্লেখ্য, অসহায় পরিবারের মাঝে আগামী ১০দিনের জন্য চাল, ডাল, আলু, লবন ও তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে এবং যতদিন এ দূর্যোগ থাকবে ততদিন একার্যক্রম চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন।