ইন্দুরকানী করোনা ভাইরাসে প্রভাবে কর্মহীন দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ। রোববার উপজেলা পাড়েরহাট ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে কর্মহীন বাড়িতে চালে বস্তা নিয়া হাজির হন এ কর্মকর্তা। তিনি নিজ হাতে দায়িত্ব নিয়ে ১০কেজি করে চাল কর্মহীন দরিদ্রদের ঘরে ঘরে পৌছে দেন।
অফিসারে হাত থেকে চাল পেয়ে গাজীপুর গ্রামের দিনমজুর আলাউদ্দিন শেখ (৪৫) জানান, করোনা ভাইরাসে আতঙ্কে আমরা সচেতনার জন্য কাজবাজ ছেড়ে ঘরে থাকি এবং কর্মহীন হয়ে যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, আজ আমরা পাড়েরহাটের ১৫০টি পরিবারে মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছি। পত্তাশী ও বালিপাড়ায় ৪০০শত পরিবারের মাঝেও মানবিক খাদ্য সহায়তা কর্মসূচি আওতায় চাল বিতরণ হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান,সরকারে বরাদ্দকৃত আমি কর্মহীন দরিদ্র ব্যক্তিদের ঘরে ঘরে চাল পৌছে দিয়েছি। যাতে কাউকে ঘরে থেকে বের হতে না হয় তার জন্য যতটা সম্ভব কাজ করছি। গণজামায়াত বন্ধের জন্য প্রচার প্রচারনা অব্যাহত রেখেছি। ভ্রাম্যামান আদালত অব্যাহত রয়েছে।