করোনা ভাইরাস মোকাবেলায় অফিস ছেড়ে প্রতিদিন মাঠে কাজ করছেন নেত্রকোণার বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল হক কাসেম। দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর পরই তিনি মাঠে নামেন। তাকে প্রতিদিনই উপজেলার কোন না কোন এলাকায় কাজ করতে দেখা যায়। কোনদিন তিনি ঘুরে ঘুরে কথা বলে লোকজনদের বোঝান। কোনদিন লিফলেট বিতরণ করে সবার মাঝে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেন। তিনি হেঁটে হেঁটে বিভিন্ন স্তরের লোকজনের কাছে গিয়ে নিজ হাতে এই লিফলেট তুলে দেন। লিফলেট প্রাপ্তদের মাঝে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন রয়েছে। কোনদিন তিনি লোকজনের মাঝে মাস্ক বিতরণ করেন। তার হাত থেকে মাস্ক পেতে লোকজনের মাঝে কাড়াকাড়ি লেগে যায়। এই মাস্কের দামই যে আলাদা। এভাবেই কাটছে তার প্রতিদিনের সময়। সর্বশেষ রোববার তাকে দেখা যায় উপজেলার পাঁচ কিলোমিটার রাস্তায় হেঁটে হেঁটে নিজ হাতে জীবানু-নাশক ছিটাতে। জানা গেছে, সবই করছেন তিনি তার ব্যক্তিগত তহবিলের টাকায়। পথিক নূরজাহান বলেন, “করোনা রোগের কথা হুনছি, গুরুত্ব দেই নাই। চেয়ারম্যান নিজে রাস্তায় ্ওষুধ ছিটাইতাছে, ওহন সবাই গুরুত্ব দিব। পথিক কামাল বলেন, “চেয়ারম্যানরে দেইখ্যা মানুষের উৎসাহ বাড়ছে। চেয়ারম্যান বলেন, “জনসাধারণ ভোট দিয়া আমাকে চেয়ারম্যান বানাইছে, বিপদের সময় তাদের জন্য কিছু করার চেষ্ঠা করছি।