করোনা ভাইরাস প্রতিরোধে কলমাকান্দায় স্থানীয় এমপি মানু মজুমদার ব্যক্তিগত উদ্যোগে হাসপাতাল, থানা পুলিশসহ সাধারণ জনতার মধ্যে ২০০০ পিস্ মাক্স বিতরণ করছেন। রোববার উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ে বাজারে জরুরি প্রয়োজনে আসা লোকজনের মধ্যে এ মাক্স বিতরণ করা হয়।
পাশাপাশি সামজিক নিরাপত্তা দূরত্ব বজায় রেখে চলাফেরাসহ জনগণ কে বার বার হাত ধোয়ার এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারেও পরামর্শ দিচ্ছেন তিনি।
কোভিড ১৯ রোগের সংক্রমণ প্রতিরোধে নিজ এলাকার মানুষকে যার যার বাড়ি তে অবস্থান করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছেন। তিনি দলের সকল নেতা ও কর্মীদের স্থানীয় ভাবে করোনা প্রতিরোধে কমিটি গঠন করে জনগণের পাশে থাকার আহবান জানান।
করোনা পরিস্থিতিতে ১৫৭ নেত্রকোনা-১ (কলমাকান্দা- দুর্গাপুর) নির্বাচনী এলাকার শ্রমজীবি মানুষ, চা বিক্রেতাসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে চাল, তৈল, ডাল,লবণ,আলুসহ প্যাকেটের খাবার অতিদ্রুত সরবরাহ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ জানিয়েছেন এমপি মানু মজুমদার।