মুন্সীগঞ্জের গজারিয়ায় থানা পুলিশের উদ্যোগে একশোটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ও দুপুরে উপজেলার ভিটিকান্দি আশ্রয়ন প্রকল্পে ও লক্ষ্মীপুর গ্রামে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ ইকবাল হোসেন ও ইন্সপেক্টর (তদন্ত) মামুন-আল-রশিদ, এসআই মাসুদ রানা প্রমুখ।
এছাড়াও করোনা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গজারিয়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।
গজারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, করোনার কারণে দিনমজুর ও নিম্নআয়ের মানুষ বাসা থেকে বের হতে পারছেন না তারা যাতে না খেয়ে থাকে সেজন্য গজারিয়া থানা পুলিশের উদ্যোগে একশোটি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ২ কেজি করে আলু, এক করে ডাল ও এক লিটার করে সয়াবিন তেল দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, করোনার প্রাদুর্ভাব মোকাবেলার লক্ষ্যে গজারিয়া থানা পুলিশ সচেষ্ট রয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক রাস্তাঘাটে গণজমায়েত বন্ধ এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা থানার পুলিশের প্রত্যেকটি সদস্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অতি দ্রুতই এই দুর্যোগের প্রকোপ কমে আসবে।