জনসমাগম না করে সামাজিক দূরত্ব যথাসম্ভব বজায় রেখে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার দ্বিতীয় দিনের মত দরিদ্র-দুস্থদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। এ কার্যক্রমে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কাদির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুস সাত্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আহমেদ, মারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান হলুদ, বিন্নাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম বাবুল ও করোনা প্রতিরোধ কমিটির সদস্যগণ।