পরোজপুরঃ-করোনাভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টাইন, লকডাউন, আইসোলেশন ব্যবস্থা বাস্তবায়ন করতে ও বাজারদর নিয়ন্ত্রণ রাখতে স্বরুপকাঠি অভিযানের সময় উপজেলা প্রশাসকে নিদের্শ দেন ভোক্তা অধিকার সংরক্ষণে উপ-সচিব খন্দকার আনোয়ার হোসেন। উপজেলার সকল প্রবাশীদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা ও অ-প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া এবং ব্যবসায়ী ও নাগরিকদের লকডাউন মেনে চলার পরামর্শ দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। আজদুপুরে পিরোজপুরের স্বরুপকাঠিতে করোনাভাইরাসের রোগ সংক্রমণ থেকে রক্ষা পেতেযৌথবাহিনীর অভিযানে এসব কথা বলেন সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর নের্তৃত্বে বিজিবি,উপজেলা প্রশাসন, পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সমন্বয়ে ১৬ সদস্য বিশিষ্ট যৌথবাহিনীর একটি টিম করোনাভাইরাস প্রতিরোধ ও জনগণকে সচেতনোতা করতে এ অভিযান চালায়। এ সময় ৩টি মুধি দোকানে সঠিক মূল্য তালিকা না পাওয়ায় ভ্রাম্মমাণ আদালত তিন জনকে ১২ হাজার টাকা
জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ মোহম্মদ সোয়াইব।
কারো সাথে আলিঙ্গণ, হ্যান্ডশেক পরিহার, সকল মানুষকে মাস্ক পরা, রাস্তাঘাট জীবাণু ধ্বংশকারী স্প্রে করা, জনসমাগমনা করা এবং মুধি, ঔষুধ ও কাচাবাজার দোকানীদের তিন ফুট দুরত্ব রেখে বেচাকীনা করা সহএ রোগের সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করার করণীয় দিকনির্দেশনা দেন এ যৌথবাহিনী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু জানান, লকডাইনের সময়ে স্বরুপকাঠি উপজেলার প্রতিটি ইউনিয়নে ৪০টি দুস্তপরিবারের মধ্যে প্রতিটি পরিবারে ১০ কেজী চাল, ৫কেজী আলু এবং ২ কেজী ডাল দিচ্ছেন সরকার। এ ছাড়া ও মৎস্য ও প্রাণী মন্ত্রী শ ম রেজাইল করিম এর পক্ষ থেকে রয়েছে দলীয় নেতা কর্মীদের বরাদ্দ।