টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে ৫০০অভাবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এর মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
দেশে প্রানঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর শ্রমজীবী মানুষরা। এ সময় রিক্সাচালক ও নিম্ন আয়ের মাঝে পাশে দারালেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
এই পরিস্থিতিতে রোববার (২৯মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এর নেতৃত্বে শহরে বেপাড়ী পাড়া, নিরালা মোড়, ভিক্টোরিয়া রোড, পুরাতন বাস্ট্যান্ড, বটতলা, প্রেসক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে ৩ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়।
এ সময় পথচারীদের মাঝে জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ও দোয়া চায় নেতারা।