বিশ্ব ব্যাপী প্রানঘাতী ভাইরাস করোনা (কভিট১৯) ছড়িয়ে পড়ার কারণে রোববার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১টি প্রে মেশিন দিয়ে রাস্তা ও যে সব জায়গায় মানুষ চলা ফেরা করে সেখানে ছিটানো হচ্ছে জীবানু নাশক প্রে করা হচ্ছে। যাতে এ রোগ এক দেহ থেকে সংক্রামিত না হতে পারে।
এ বিষয়ে ঘাটাইল পৌর সভার মেয়র শহিদুজ্জামান খান মুঠো ফোনে জানায় আমাদের পৌর সভায় যাতে কোন প্রকার করোনা ভাইরাস ঢুকতে না পারে সে জন্য প্রতিদিন জীবানু নাশক প্রে পৌর সভার আনাচে কানাচে দেওয়ার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।