খুলনা জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দাকোপে উপজেলা টাস্কফোর্স কমিটি বিভিন্ন এলাকায় মনিটারিং ও বারুই খালি আশ্রায়ন প্রকল্পের ৮৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে। দাকোপ প্রেসক্লাবের উদ্যোগে রাস্তায় জীবানু নাশক স্প্রে করা হয়।
সকালে দাকোপ উপজেলা সদরে দাকোপ প্রেসক্লাবের উদ্যোগে করোনা প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসাবে রাস্তায় জীবানু নাশক স্প্রে ছিটানো কাজের উদ্বোধন করা হয়। এরপর আশ্রয়ণ প্রকল্পের শ্রমজীবি ৮৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো প্রতি পরিবার প্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তৈল, ১ কেজি লবন ও ২ পিচ সাবান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ, দাকোপ থানার কর্মকর্তা ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, ইউপি চেয়ারম্যান শেখ আবদুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সাধারন সম্পাদক জি এম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক এস এম মামুনুর রশিদ, পারুল বেগমসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ। অপরদিকে নিয়মিত বাজার মনিটারিংয়ের অংশ হিসাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার ভুমি তারিফ উল হাসানের নেতৃত্বে উপজেলা সদরে বিভিন্ন ঔষধের দোকানে অভিযান পরিচালনার কাজ চলমান ছিল।