শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭০০ হতদরিদ্র পরিবারের মাঝে সরকার প্রদত্ত ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে ডাল বিতরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান জানান, দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে সাত মেট্রিক টন চাল ও ৭০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।
একটি প্যাকেটে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, দুই কেজি মুশুরি ডাল দিয়ে মোট ৭০০ প্যাকেট ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিতরণ করা হয়েছে।
গতকাল বিকেলে পৌরসভা এলাকায় দরিদ্রদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন প্রমুখ।