করোনা ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাব’র উদ্যোগে শনিবার (২৮ মার্চ) বিকেলে কসবা পৌর এলাকার কদমতলী, স্বাধীনতা চত্ত্বর ও রেল ষ্টেশনের অসহায় শ্রমজীবি মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে সাড়ে ৯শ মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি নাজমুল হক সজল, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, অর্থ সম্পাদক মো.অলিউল্লাহ সরকার অতুল, দপ্তর সম্পাদক মো. রুবেল আহমেদ, কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, সদস্য মো. আবদুর রকিব স্বপন, মো. আব্দূল হান্নান, আবুল খায়ের স্বপন, মো. সাইদুর রাহমান খান, ভজন শংকর আচার্য্য, বিজয় টিভি জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জল, সাংবাদিক লিয়াকত মাসুদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান বলেন; সাংবাদিকরা তাদের নিজ নিজ পেশার পাশাপাশি প্রতীকি হিসেবে মাস্ক বিতরণ করে সর্বস্তরের ধনাঢ্য মানুষদের উদ্বুদ্ধ করার প্রয়াস নিয়েছেন। আমরা আশা করছি সমাজের বিত্তবান শ্রেণির মানুষারা করোনা ভাইরাস প্রতিরোধে এই যুদ্ধে অংশগ্রহণ করবেন।