করোনা ভাইরাস সংক্রামক ঠেকাতে চাটমোহর পৌর মেয়রের উদ্যোগে গত তিনদিন ধরে পৌর এালাকার সকল রাস্তা ও বাজারে জীবাণুনাশক পানি স্প্রে করা হচ্ছে। শনিবার সকাল থেকে পৌরসভার নিজস্ব গাড়ি দিয়ে শহরের প্রধান সড়কসহ নতুন বাজার,পুরাতন বাজারসহ সব সড়কে এই জীবাণুনাশক পানি ছিটানো হয়। রাস্তা ছাড়াও কাঁচাবাজার,মাংস ও মাছবাজারের শেডে এই পানি ছিটানো হয়। পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল জানান,পৌরসভা এই প্রাণঘাতী করোনা ভাইরাসের সক্রামক ঠেকাতে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার,সব কর্মসূচি হাতে নিয়েছেন। ইতোমধ্যে মাইকিং করে করোনা ভাইরাস মোকাবিলায় জনগণকে সচেতন ও সরকারি স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে। লিফলেট বিতরণ করা হচ্ছে। পৌর এলাকার সকল নলকূপে হাত ধোয়ার জন্য সাবান সরকরাহ করা হয়েছে। রাস্তায় ও মহল্লায় মহল্লায় জীবাণুনাশক পানি স্প্রে কার্যক্রম অব্যাহত থাকবে। পৌর শহরের মধ্য শালিখা মহল্লার আসাদুজ্জামান পান্নান নেতৃত্বে একদল যুবক জীবানুনাশক স্প্রে ছিটিয়েছে পৌর শহরে।
এদিকে,উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করছেন। এ ছাড়া বিভিন্ন সংগঠণ স্যানিটাইজার,মাস্ক,হ্যান্ড গ্লাভস,লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।