তানোরে করোনা প্রতিরোধে পৌর এলাকায় গুরুত্বপুর্ন রাস্তাসহ পাড়া-মহল্লার বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটালেন মেয়র মিজানুর রহমান মিজান। অপর দিকে তানোরের মাঠে নেমেছে জেলা পুলিশের স্পেশাল রেসপন্স টিম।
(আজ) শনিবার সকাল থেকে তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান উপস্থিতিতে মেশিনে ঔষুধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। তানোর ফায়ার সার্ভিসের মেশিনসহ পৌরসভার ১১টি ওষুধ ছিটানো স্প্রে মেশিন ৯টি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন সরকারি দপ্তরসহ বিভিন্ন পাড়া মহল্লায় ছিটানো হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধক ঔষুধ। সেই সাথে রাজশাহী জেলা পুলিশ সুপার সম্প্রতি প্রতিরক্ষামূলক পোশাকসহ প্রয়োজনীয় সব উপকরণ দিয়ে গড়ে উঠা পুলিশের এই টিম তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানের নেতৃত্বে তানোর পৌর এলাকার বিভিন্ন এলাকায় গিয়ে ঔষুধের দোকান ও কাঁচা মালের দোকানের সামনে চক দিয়ে মানুষ দাড়ানোর বৃত্ত একে দিয়েছেন।
তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, পুলিশের বিশেষ এই ইউনিটটি স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সমন্বয় করে কাজ করবে। তিনি বলেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে যেকোনো এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বিষয়ে দ্রুত সাড়া প্রদান করবে।
তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন, করোনা ভাইরাস আক্রমণ থেকে রক্ষার জন্য ১১টি মেশিনে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ঔষুধ ছিটানোর হচ্ছে। তিনি বলেন, ২ মাসের বেতনের টাকা দিয়ে তিনি ফৌর এলাকার নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের মাছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করার কাজ অব্যহত রয়েছে।