মরনব্যাধী করোনা ভাইরাস এড়াতে বিভিন্ন প্রদক্ষেপ হাতে নিয়েছে সরকার। সরকারের এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন উপজেলা প্রশাসন। তবে এসব নির্দেশনা পালনে বেশ তৎপর, মানবিক ও আন্তরিকতার সাথে কাজ দেখা গেছে রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজাকে। একজন সরকারি কর্মকর্তা হয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে চলছেন উপজেলার এ প্রান্ত থেকে আরেক প্রান্তে।
এরমধ্যে এক দরিদ্র অসহায় ৬৫ বছরের উর্দ্ধে এক বৃদ্ধ মানুষের সাথে দেখা হয়। বৃদ্ধটি আড়ানী ঝিনা রেলগেট এলাকার এক মুদিখানার দোকানের বারান্দায় খালি গায়ে বসে ছিল। তার কাছে ছুটে যান। তার কাছে প্রথমে জানতে চান, এখানে কেন বসে আছেন। সে জাবাবে উত্তর দেন, বাড়িতে খাবার কিছুই নেই। কেউ সহযোগিতা করলে চাল কিনে নিয়ে বাড়ি যাব। এ সময় তার কথা শুনে উপজেলা নির্বার্হী কর্মকর্তা মনটা স্থির করতে পারেনি। তাকে সাথে সাথে ১০ কেজি চাল, আলু, ডাল, তেল, লবন, ডিম, পিয়াজ কিনে দেন। এমন ঘটনা ঘটেছে শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায়।
বৃদ্ধ ব্যক্তির নাম সাধন আলী গাইন। পিতা মরহুম লবাই আলী গাইন। বাড়ি আড়ানী পৌরসভার নুরনগর গ্রামে। তার ৩ মেয়ে ১ ছেলে রয়েছে। যতোটুকু জমি ছিল তা বিক্রি করে ৩ মেয়েকে বিয়ে দেন। এরমধ্যে একটি মাত্র ছেলে সাজান আলী। সেও বুদ্ধিপ্রতিবন্ধী। এ ছাড়া ৩ মেয়ের মধ্যে এক মেয়ের বিয়ের কিছু দিন পর স্বামী মারা গেছে। বর্তমানে তার বাড়িতে রয়েছে। তার কোন আয় নেই। কোন জমিও নেই। বিভিন্নস্থানে চেয়ে চিন্তে খায়। এই করোনা ভাইরাসের কারণে বাজারে কোন মানুষও নেই। দুই-একটা মানুষ আছে, তাদের কাছে গেলেও তেমন কোন সহযোহিতা পাচ্ছেনা। ফলে চিন্তায় ঝিনা রেলগেটে এক মুদিখানার দোকানের বারান্দায় বসে ছিল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চলমান অবস্থায় খাদ্য অভাবে থাকা বৃদ্ধকে সহযোগিতা করেন। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল বিত্তবান লোকেরা সরকারের পাশাপাশি বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য এগিয়ে আসার আহবান জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে সবচেয়ে বেশি খেটে খাওয়া ও অসহায় মানুষগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। সরকার ইতিমেধ্যই খাদ্য সহযোগিতা করতে শুরু করেছেন। মানবিক দিক বিবেচনা করে ওই বৃদ্ধকে সহযোগিতা করা হয়েছে। তবে সরকারের পাশাপাশি বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য সকল বিত্তবান লোকদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।