 
		
	করোনাভাইরাস সংক্রমন রোধে মানুষকে বাজারমুখী হতে নিরুৎসাহিত করতে জেলার কাউখালী উপজেলায় ভ্রাম্যমান বাজার চালু হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মানুষের দ্বারে পৌঁছে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। 
দুটি ট্রাকের একটিতে চাল, ডাল, তেল, লবনসহ নিত্য-ব্যবহার্য পণ্য আর অন্যটিতে শাক-সবজি নিয়ে চালু করা হয়েছে ভ্রাম্যমান বাজার। এ বাজারের পণ্য সুলভমূল্যে বিক্রি করা হচ্ছে মানুষে দ্বারে দ্বারে গিয়ে।
উপজেলা প্রশাসন ও স্থানীয়সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমন রোধে এবং বর্তমান সংকটকালে মানুষ যাতে ঘর থেকে বাইরে বের না হন সে জন্য ইউএনও খালেদা খাতুন স্থানীয় ব্যবসায়ী ও সামাজিক উদ্যোক্তাদের সহায়তা চান। তার আহবানে সাড়া দিয়ে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠন এ ভ্রাম্যমান বাজার চালু করতে ইউএনওকে সহযোগিতা করেন। ট্রাকভর্তি চাল, ডাল, চিনি, গুড়া দুধ, পেঁয়াজ, রসুন, আদাসহ মসলাদি এবং কাঁচাবাজারের পসরা নিয়ে উপজেলা সদরে দিনভর ঘুরে বেড়াচ্ছে ট্রাক দু’টি। করোনাভাইরাস এর এ সংকটকালে কাউখালী ইউএনওর এমন ভ্রাম্যামাণ বাজার স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আর এ কাজে সহায়তা করছে কাউখালী বাজার ব্যবস্থাপনা কমিটি।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বলেন, স্থানীয় সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন ও অনেক ব্যক্তি তার এ উদ্যোগে সহযোগিতা করছেন। মানুষ বাজারমুখী হয়ে জনসমাগম সৃষ্টি করলে করোনা সংকট মোকাবেলা কঠিন হবে। তাই করোনা সংক্রমণ মোকাবেলায় মানুষকে নিরাপদে ঘরে থাকতে তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে জানান। তিনি জাজান ভ্রাম্যমাণ বাজার ব্যবস্থাপনার পরিসর আরো বাড়ানোর চেষ্টা হচ্ছে যাতে উপজেলা সদরের মানুষ ঘরে বসে নিত্য বাজার-সেবা পান।