সরকারি টানা ১০ দিনের ছুটি পেয়ে চাটমোহরসহ আশপাশের উপজেলার গ্রামে এসেছেন শত শত মানুষ। গ্রামে গ্রামে মানুষ আসার এই দৃশ্য অনেকটা ঈদের ছুটিতে বাড়ি ফেরার মতো। ইতোমধ্যে চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামকে লকডাউন করা হয়েছে। এই গ্রামে দেশের বিভিন্ন অঞ্চল থেকে একই দিন ফিরেছেন ৬০ জনের অধিক শ্রমজীবী। চাটমোহর উপজেলার বাইরে থেকে আগতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হলেও বেশীর ভাগ ব্যক্তিই তা মানছেন না। তারা সর্বত্র ঘোরাঘুরি করছেন। তাছাড়া সামাজিক দূরত্ব মানার বালাই নেই। হাট-বাজার ও নিত্য প্রয়োজনীয় দোকানে ভীড় চলছেই। গতকাল শনিবার চাটমোহর পুরাতন বাজার,নতুন বাজারসহ কয়েকটি বাজারে গিয়ে দেখা গেল,ক্রেতা-বিক্রেতার মধ্যে সামাজিক দুরত্ব মানার কোন ধার ধারছেন না কেউ। ইচ্ছেমতো চলাচল করছেন। তবে শহরের দোকানপাট সব বন্ধ ও রাস্তা-ঘাট সব ফাঁকা।
করোনা ভাইরাস সংক্রমষ প্রতিরোধে ২৬ মার্চ থেকে সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষনা করেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার যে উদ্দেশ্যে এই ছুটি ঘোষনা করা হয়েছে,তা কতটুকু কাজে আসছে,সেটা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে,চাটমোহরের গ্রামে গ্রামে বিদেশ ফেরত ও দেশের বিভিন্ন স্থান থেকে আগতরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। চাটমোহরে বিদেশ থেকে আসা ১৩৯ জন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা স্থানীয় প্রশাসন বললেও আরো ১০ জনের হদিস নেই। আর দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যক্তিদের কোন হিসাবই নেই। গ্রামে গ্রামে অনেকেই যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন। ভোরবেলা ও রাতে চায়ের দোকানগুলোতে আড্ডা চলছে। বিক্রি হচ্ছে চা-সিগারেট। ফলে গ্রামগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।
এদিকে চাটমোহরসহ চলনবিল অঞ্চলের শ্রমজীবীরা কাজে যেতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন। ইতোমধ্যে সকল দোকানপাট,চায়ের দোকান,যানবাহন বন্ধ ঘোষনা করা হয়েছে। কাজ নেই,আয় রোজগার নেই শ্রজবীবীদের। কিন্তু সংসার চালাতে হচ্ছে। যারা দিন আনে,দিন খায়,তাজ না করলে একদিনও চলে না। তারা এখন দিশেহারা। কোথাও কাজ মিলছে না। বেকার হয়ে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শ্রমজীবী মানুষের দুর্দশার চিত্র। দিনমজুর,ক্ষুদ্র ব্যবসায়ী,হকার,ভ্যান-রিক্সা চালক চরম সংকটের মাঝে দিন কাটাচ্ছেন। এই সংকটকালে শ্রমজীবী,দিনমজুররা জানালেন,তাদের বাঁচিয়ে রাখার জন্যে সরকারি-বেসরকারিভাবে কোন সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানালেন,করোনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলার সর্বত্র অভিযান চলছে। যারা বাইরে থেকে এসেছে,তাদের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য জনগণকে সচেতন হতে হবে।