করোনাভাইরাস সংক্রামক প্রতিরোধের জন্য করোনা বিধিনিষেধ মানছেন না গ্রামের মানুষ । জেলা প্রশাসন ও জেলা পুলিশ অব্যাহত আপ্রাণ চেষ্টা করেও বিধিনিষেধ মানাতে পারছেনা গ্রামের মানুষকে । বিকেল হলে গ্রামের হাটবাজার গুলোতে ব্যপক হারে লোক সমাগম হচ্ছে প্রতিনিয়ত। জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন নাওয়া খাওয়া ভূলে ওইসব বাজারগুলোতে সচেতনেতা অভিযান পরিচালনা করলেও সাময়িক সময়ের জন্য লোকসমাগম কমে গেলেও প্রশাসনের লোক চলে আসা মাত্রই ফিরে আসে পূর্বের অবস্থা। এতে করে ঢাকাসহ সারাদেশ থেকে শেরপুর আসা লোকদের মধ্যে কেউ করোনা সংক্রমিত থাকলে তার দ্বারা সকলেই সংক্রমিত হয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।
সরকারিভাবে ছুটি ঘোষণা হওয়ার পর শেরপুরের অঘোষিত লকডাউনে জেলা ও উপজেলা শহর এবং গুরুত্বপূর্ণ স্থান গুলো জনশুণ্য হলেও প্রান্তিক জনপথ এবং গ্রামের হাটবাজারগুলো কোনভাবেই লোকসমাগম কমানো যাচ্ছেনা । সচেতন মহলে দাবী উঠেছে স্থায়ীভাবে সেনা মোতায়েন সহ সারাদেশ থেকে শেরপুরে আসা জনসাধারণকে হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করার । যদিও সেনাবাহিনী বর্তমানে জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল অব্যাহত রেখেছে। তারা সকলকে মাস্ক পরিধাণ করতে ও লোকসমাগম এড়িয়ে চলাফেরা করার পরামর্শ দিচ্ছেন। কিন্তু গ্রামের হাটবাজারগুলোতে বিকেল না হতেই বেড়ে যাচ্ছে লোক সমাগম। অব্যাহত প্রচার প্রচারনার পরও গ্রামের মানুষের মাঝে করোনা আতঙ্ক তেমনটা লক্ষ্য করা যাচ্ছে না। এটি বড় উদ্বেগের বিষয় বলে মনে করছেন শেরপুরের সচেতন মহল ।