দেশে নতুন করে কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর মহাখালী থেকে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
সেব্রিনা ফ্লোরা জানান, এরইমধ্যে স্বাস্থ্য অধিদফতরের একটি সমন্বিত কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখন পর্যন্ত এক হাজার ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে নমুনা সংগ্রহ করা হয়েছে মোট আটটি। এ সময় সবাইকে বাড়িতে অবস্থান করার অনুরোধও জানান তিনি।
ব্রিফিংয়ে ডা. মো: হাবিবুর রহমান করোনাভাইরাস নিয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানান।
এর আগে শুক্রবার আইইডিসিআর জানিয়েছিল, দেশে ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন ৩২ জন।