রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা এলাকার প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক লুৎফর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি.......রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি মুন্ডুমালা পৌর সদরের মুন্ডুমালা বাজারের বাসিন্দা। প্রায় ২৫ বছর আগে উপজেলার বাঁধাইড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের ছিলেন তিনি।
এছাড়াও আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনও করেছেন তিনি। তাছাড়া মৃত্যুর আগ পর্যন্ত নানা সংগঠনের সাথে জড়িত ছিলেন লুৎফর চেয়ারম্যান। সবশেষ তিনি ‘উদভট’ নামের একটি অরাজনৈতিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে রাজশাহীর নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে ছাড়াও নাতী-নাতনিসহ অসংখ্য গুণাবলী রেখে গেছেন।
তার ছোট ছেলে আরিফ রায়হান তপন বলেন, তার মা কয়েক মাস আগে মারা যান। বাবা গত একমাস যাবত রক্তচাপ, হাইপেশার ও ডাইবেটিসসহ নানান জটিল রোগে ভুগছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ নানা জায়গায় চিকিৎসা করা হচ্ছিল। অবশেষে শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালে তিনি মারা যান। তিনি পিতার জন্য সকলের কাছে ভুলক্রটি ক্ষমা চেয়ে দোয়া চেয়েছেন।