করোনা ভাইরাস মোকাবেলায় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার তত্বাবধায়নে ব্রপক কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারী ছুটির দিনেও শুক্রবার মাঠে ছিল ব্যপক তৎপরতা।
গত ১৯ মার্চ থেকে শুরু হয়েছে নগরীর ৩৩ টি ওয়ার্ডে করোনা প্রতিরোধে সমন্বিত কার্যক্রম। কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সাথে সমন্ভয় করে সিটি কর্পোরেশনের ১৫০ জন জনবল সকাল থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করছে। নগরীর বিভিন্ন সড়ক ও পয়েন্ট ২ টি লেগ ও ৭৫ টি হ্যান্ড স্প্রে মেশিন দিয়ে ছিটানো হচ্ছে জীবানু নাশক। ২টি পানিবাহী গাড়ি একাধিকবার নগরীর প্রধান সড়কে পানি ছিটাচ্ছে। এছাড়াও সিটি করপোরেশন এলাকার বিভিন্ন মসজিদে ব্লিচিং পাউডার, স্যাভলন ও সাবানের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন মোড়, জনসমাগম, গুরুত্বপুর্ন স্থানে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানো হচ্ছে।
সচেতনামুলক লিফলেট বিতরণ করা ছাড়াও বিভিন্নস্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। সিটি এলাকায় আগত বিদেশী নাগরিকদের তালিকা তৈরি করে তা যথাযথ কতৃপক্ষের কাছে জমা দেওয়া হচ্ছে। কোভিড-১৯ রোগি পরিবহনের জন্য তিনটি এ্যম্বুলেন্স প্রস্তত রাখা হয়েছে।
সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে হাঁটা বাজার, মোড়, বিপনী বিতানের সামনসহ বিভিন্ন জনসমাগস্থলে কর্মকাণ্ড পরিচালনা করছে সিটি করপোরেশন।
এক বার্তায় মেয়র নগরীর সবাইকে সামাজিক দুরুত্ব বজায় রাখার স্বার্থে বাড়িতে অবস্থান এবং বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার আহবান জানান।