করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে সোনারগাঁ (নারায়ণগঞ্জ-৩) থেকে নির্বাচিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা নিজ অর্থায়নে উপজেলার ৫ ইউনিয়নে করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করেছেন। গতকাল সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সংসদ সদস্যের নিজ কার্যালয়ে তিনি ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে এ সামগ্রী তুলে দেন।
এসময় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাছুদুর রহমান মাসুম, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ ওমর, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আবদুর রউফ উপস্থিত ছিলেন। এ সময় চেয়ারম্যানরা নিজ নিজ ইউনিয়নে বিতরণের জন্য সাংসদের তহবিল থেকে মাস্ক, হ্যান্ড গ্লাবস, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ গ্রহন করেন।