জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দুয়ানীপাড়া এলাকায় সোহাগ হোসেন নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত ২৭ মার্চ শুক্রবার সকালে দোয়ারীপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে অটোরিকশা চালক সোহাগ হোসেন (১৮) এর ঝুলন্ত মরদেহ বাড়ির আঙিনায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের মা কাঞ্চন বেগম জানান- ২৫মার্চ বিকালে সোহাগ মিয়া একই এলাকার রফিকুল ইসলাম শ্যামল মিয়ার মেয়ে উর্মি খাতুনকে বিয়ে করার জন্য মেয়ের চাচা উজ্জ্বল মিয়ার কাছে প্রস্তাব দেয়। পরে ক্ষিপ্ত হয়ে সোহাগ মিয়াকে উজ্জ্বল মিয়া বেধড়ক মারধর করে। ওই ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে উজ্জ্বল মিয়ার নেতৃত্বে ১৫/২০ জন লোক সোহাগ মিয়ার বাড়ীতে পূনরায় হামলা চালায় আবারও মারধর করে সোহাগ মিয়াকে আহত করে। ওই রাতেই সোহাগ মিয়ার মা কাঞ্চন বেগম স্থানীয় ইউপি চেয়ারম্যান এর কাছে বিচার চাইতে যান। পরে সেখান থেকে কাঞ্চন বেগম বাড়ী ফিরে এসে দেখেন তার ছেলের লাশ গাছের ডালের ঝুলছে।
এ খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান কিনু নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।
এ ব্যাপারে মেষ্টা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক বাবু কাছে জানতে চাইলে তিনি বলেন সোহাগ মিয়াকে মারধর ঘটনা জানতে পেরেছি। তবে এটা হত্যা না,আত্মহত্যা এই মহুর্তে বলা সম্ভব নয় বলে জানান।
জামালপুর নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। পরবর্তীতে ময়না তদন্ত সাপেক্ষে অভিযোগ গ্রহন করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে বলে জানান।