জামালপুরের ইসলামপুর করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন ও পুলিশের তৎপরতায় হাট-বাজার দোকানপাট বন্ধ থাকায় রাস্তাঘাট সবকিছু ফাঁকা। কঠোর সতর্কতায় নিরব হয়ে পড়েছে ইসলামপুর। কোথাও চোখে পড়ছেনা লোকজনের সমাগম। করোনাভাইরাসের সংক্রমণ রোধে কাঁচামাল, ওষুধ ও নিত্যপণ্যের দোকান ছাড়া সব দোকান বন্ধ ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা ভাইরাসের সার্বক্ষণিক খোঁজখবর মনিটরিং করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, গত ২৫ মার্চ থেকে বিভিন্ন এলাকার বাজারে ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া ও কর্মকর্তা ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের দল টহল দিচ্ছেন। পুলিশ করোনাভাইরাস প্রতিরোধে আহবান জানিয়ে সরকারী নির্দেশনা মেনে চলতে মাইকিং করা হচ্ছে।