এফএনএস (এসএম আবদুল হালিম; জামালপুর) :জামালপুরের ইসলামপুরে হাট-বাজার,রাস্তা ঘাটে জীবানু নাশক স্প্রে করা হচ্ছে। গত ২৬মার্চ থেকে প্রতিি দন ফায়ার সার্ভিস ও জনস্বাস্থ্য বিভাগের সহায়তায় স্প্রে করা হচ্ছে। জীবানু নাশক স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল। এ সময় উপস্থিথ ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, এ এসপি সার্কেল সুমন মিয়া, ওসি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।