ঢাকাণ্ডসিলেট মহাসড়কের সরাইলে ট্রাক মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিব মিয়া (২৫) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত রাকিব শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের জজ মিয়ার ছেলে। গুরূতর আহত হয়েছেন ট্রাকচালক ও মটরবাইকের অপর আরোহী। শুক্রবার বিকাল ৩টার দিকে মহাসড়কের শাহবাজপুর প্রথম গেইট এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে। বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহবাজপুর আতকা বাজার এলাকা থেকে একজন আরোহী সহ মটরসাইকেল (ঢাকাণ্ডমেট্রো-ল-১১-৪৫৭৬) ড্রাইভ করে রাকিব মহাসড়কে ওঠার সময় সিলেটমূখী একটি ট্রাকের (ঢাকাণ্ডমেট্রো-ট-১২-১৫৭৩) সাথে সংঘর্ষ বেঁধে যায়। সড়কের পাশের বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পাশের খাদে পড়ে যায় ট্রাকটি। দুমড়ে মুচড়ে যায় মটরসাইকেলটি। ঘটনাস্থলেই নিহত হন মটর চালক রাকিব মিয়া। আর গুরূতর আহত হয়ে কাতরাতে থাকেন ট্রাক চালক মো. মুসা (৪০) ও মটর বাইকের অপর আরোহী ইসমাইল মিয়া (১৮)। মুসা শাহবাজপুর রাজামারিয়াকান্দি গ্রামের সরাফত আলীর ছেলে। লোকজন দৌঁড়ে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। আহতরা জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হাইওয়ে থানার পুলিশ ট্রাক ও মটরসাইকেল দুটিই আটক করেছেন। হাইওয়ে থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. মাইনুল ইসলাম বলেন, দূর্ঘটনায় আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার বিষয়টি জানি। তবে নিহতের বিষয়টি আমি এখনো নিশ্চিত নয়।