জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি....রাজেউন। ২৭ মার্চ ভোর সাড়ে ৬টার দিকে ঢাকার আয়েশা কার্ডিয়াক মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিকসহ নানা রোগে ভোগতেছিলেন। তিনি বিআরডিবির চেয়ারম্যান এবং তিনবার সমবায় ব্যাংকের পরিচালক ছিলেন। বর্ষিয়ান আ.লীগের নেতা এবং উপজেলা চেয়ারম্যান হলেও এলাকায় তিনি বিআরডিবির চাঁন নামেই পরিচিত ছিলেন। তিনি ছাত্রলীগ, যুবলীগ সর্বশেষ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। একজন শিক্ষানুরাগি, সমাজহিতৈসী এবং শ্রমজীবি মেহনতি মানুষের জন্য রাজনীতিক হিসেবেও সবার কাছেই গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। তাঁর পিতামহ মফিজ উদ্দিন সরকার ছিলেন-নাংলা ইউনিয়ন প্রতিষ্ঠাতা পঞ্চায়েত প্রধান। পেশাগতভাবে তিনি একজন ব্যবসায়ী-ঠিকাদার। ২৭ মার্চ বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্নমহলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে রেখে যান।