ভাড়াটিয়ারা করোনা ভাইরাসের কারণে ভাড়া দিতে যখন টেনশনে পড়েছেন; ঠিক তখনই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও নিউটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক মাওলানা নুরুল আমিন মেহেদী। তিনি তাঁর বাড়ীর ভাড়াটিয়াদের আগামী তিন মাসের ভাড়া এক তৃতীয়াংশ মওকুপ করে দিয়েছেন। এতে ভাড়াটিয়ারা শোকরিয়া আদায় করেছেন। স্থানীয় এলাকাবাসী জানায়, মাওলানা নুরুল আমিন মেহেদী চট্টগ্রামের খুলশী এলাকার একটি জামে মসজিদের খতিব এবং ঢাকার বিভিন্ন টিভি চ্যানেল গুলোতে পরিবেশিত পবিত্র কোরআন-হাদিসের অন্যতম আলোচক। নিজ বাড়ী সন্দ্বীপে। থাকেন ঢাকা ও হালিশহরে। হালিশহরের আই ব্লকের ১৩নং লেইনে তাঁর নিজস্ব বিশাল বাড়ী রয়েছে। এই বাড়ীর অন্তত দশজন ভাড়াটিয়া রয়েছেন।
এই বাড়ীর চাদের ওপর মনোরম পরিবেশে ইবাদতখানাও রয়েছে। সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের কারণে ভাড়াটিয়ারা যখন ভাড়া নিয়ে ভীষণ টেনশনে আছেন; ঠিক তখনই মাওলানা নুরুল আমিন মেহেদী ঘোষণা দেন যে, আগামী তিন মাসের জন্য ভাড়াটিয়াদের এক তৃতীয়াংশ ভাড়া তিনি মওকুপ করেছেন। এই ঘোষণার পরেই ভাড়াটিয়ারা মহান আল্লাহর কাছে শোকরিয়া এবং মাওলানা মেহেদীর জন্য দোয়া করেন। শুক্রবার দুপুরে ওই ভবনের ভাড়াটিয়া শামীম সাংবাদিকদের বলেন, এই উদারতা এবং মানবিকতা মেহেদী সাহেবের মতো অন্যরাও দেখানো প্রয়োজন। ওঁর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। কঠিন সময়ে অপর বাড়ীর মালিকরা এটা দেখে তারাও ভাড়াটিয়াদের আংশিক অথবা পুরো ভাড়া মওকুপ করতে পারেন। ওদিকে আই ব্লক এক নম্বর লেইনের মসজিদের খতিব মাওলানা ওসমান সাদিক জুমার নামাজের খতবার আগে আলোচনার সময় মাওলানা মেহেদীর এমন উদ্যোগের কথা জানতে পেরে তাঁর প্রশংসা করেন। তিনি বলেন, এটাই মানবতার বড় নমুনা। প্রসঙ্গত, প্রচার বিমুখ এই মাওলানা নুরুল আমিন মেহেদী ইতঃপূর্বে সন্দ্বীপ তথা হালিশহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ হতদরিদ্রদের নানাভাবে আর্থিক অনুদান প্রদান করেছেন। তাঁর ছোট ভাই হেলালও এবারে ভাড়াটিয়াদের ভাড়া মওকুপ করেছেন বলে জানাগেছে।