একটি ডোবা থেকে জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে সরাইলে ২ গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। শুক্রবার ভোরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, কাটানিশার গ্রামের নূর মিয়ার গোত্রের ফরিদ মিয়ার ছেলে আরিফ মিয়া (২০) তার ডোবা (খাল) থেকে জমিতে প্লাষ্টিক পাইপের সাহায্যে পানি সেচ করবেন। কিন্তু ওই পাইপ একই গ্রামের মিজান মেম্বারের গোত্রের ইউনুছ মিয়ার ছেলে শহিদ মিয়ার (৩৫) জমির পাশ ঘেষে যাবে। বিষয়টি মানতে নারাজ শহিদ মিয়া। তাই পানি সেচের কাজে তিনি আরিফকে বাঁধা দেন। উভয়ের মধ্যে এ বিষয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয় গোত্রের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্রামবাসীর পাশাপাশি সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে উভয় পক্ষের অন্তত ১০ জন লোক আহত হয়। আহতদের আশপাশের গ্রাম্য চিকিৎসকগণ চিকিৎসা দিয়েছেন। প্রসঙ্গত: শিশু কিশোরদের ক্রিকেট খোলার ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারও মিজানের গোত্রের মনির খান গ্রামের আরেকটি বাড়ির সাথে সংঘর্ষ বাধিয়েছিল।