পিরোজপুরের নাজিরপুরে নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার শ্রীরামাকাঠী বন্দরের মুদি ব্যবসায়ী ভবতোষকে ৫হাজার টাকা, চৌঠাইমহল ষ্ট্যান্ডের ফল ব্যবসায়ী সেলিম হোসেনকে ৫ হাজার, নাজিরপুর উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন মুদি ব্যবসায়ী স্বপন রায়কে ১০ হাজার টাকা ও অন্য এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা জরিমানার দন্ড দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মাদ ওবায়দুর রহমানের ভ্রাম্যমান আদালত এ দন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত মঙ্গলবার থেকে জেলা ব্যাপী সন্ধ্যা ৭টার পর ওষুধ ছাড়া সকল দোকান-পাট বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশের পর উপজেলার সকল দোকান-পাট বন্ধ রাখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মাদ ওবায়দুর রহমান জানান, এ ব্যাপারে ওই রাতে মনিটরিং করতে বের হলে ওই সব দোকান খোলা রেখে সেখানে জন সমাগম করতে পাওয়া যায়। এর মধ্যে একটি দোকানকে বন্ধ করতে বলার পরও দোকানটি বন্ধ করে নি এবং সেখানে কয়েকজন লোকও ছিলো। তাই নির্দেশ অমান্য করায় এদেরকে জরিমানা করা হয়েছে।