হালিশহরে এখনো চালের দাম লাগামহীন। শুধু মোটা চাল বিক্রি হচ্ছে ৫০টাকায়। ৪০টাকা চলছে এক হালি ডিমের দাম। অন্য খাদ্যপণ্যের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশেষ করে মুদি দোকানের মালামাল বিক্রিতে চলছে এক ধরণের নৈরাজ্য। দোকানীরা যে যার মতো করে পণ্য বিক্রি করছেন। তাছাড়া মালামাল বিক্রির তালিকা সাঁটানো হয়নি দোকানে। এতে নিন্মআয়ের মানুষজন পড়েছেন চরম বেকায়দায়। শুক্রবার হালিশহরের বাজারগুলো পরিদর্শন করে পাওয়া গেছে এমনই চিত্র।
হালিশহর সবুজবাগের খাঁন বাড়ী রোডে বাশার স্টোরের মালিক বাশারের পুত্র সজীব, মা স্টোরের মালিক কবির মোল্লার পুত্র সুজন ও ফরিদ স্টোরের মালিক ফরিদ সওদাঘরের পুত্র মিধু তাদের মুদি দোকানে প্রতি কেজি মোটা চাল ৫০টাকা দরে বিক্রি করছেন। একইভাবে রৌশন প্রতি কেজি ২০০টাকা পেঁয়াজ ৮০টাকা, চিনি ৮০টাকা, আলু ৩০টাকা, ছোলা ১০০টাকা ও ফার্মের ডিমের হালি ৪০টাকা দরে বিক্রি করছেন তারা। অথচ পাশেই আই ব্লক বাজারে একই পণ্যগুলো কেজিতে ১০টাকা থেকে ২০টাকায় কম দামে বিক্রি হচ্ছে। যেমন মোটা চাল আই ব্লকে ৪০টাকা আর সবুজবাগে ওই দোকানীরা ৫০টাকা দরে বিক্রি করছেন। এছাড়াও নিত্যপণ্যের দোকানগুলোতে মালামাল বিক্রির তালিকা প্রদর্শনের নিয়ম থাকলেও তা কেউ মানছেন না। আবার দোকানীরা মালামাল ক্রয়ের ভাউচার কিংবা ক্রেতাদের ক্রয়ের কোন ক্যাশ মেমো দিচ্ছেন না। করোনা ভাইরাসের কারণে হালিশহরের প্রত্যেকটি হাট-বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় চলছে। একইভাবে ফইল্লাতলী, নয়াবাজার, বিটাক ও বড়পোল বাজারে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। দোকানীরা অতিরিক্ত দাম নেয়ার প্রতিবাদ করলে ক্রেতাদের হুমকিও দিচ্ছেন দোকানীরা। অথচ প্রশাসনের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে-চট্টগ্রামে কোনো ধরণের খাদ্যপণ্যের ঘাটতি নেই। এতে ক্রেতাদের মতে- খাদ্যপণ্যের দোকানো নিয়মিত ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালালে নিত্যপণ্যের দাম কমে যাবে।
ওদিকে সিগারেট, দুধ, চা পাতা, আদা, তেল, ডাল, সাবান, আটা-ময়দা, মুড়ি, চিড়া, সুজি, বিস্কুট ও মশার কয়েলের দামও বাড়ানো হয়েছে। এতে ক্রেতাদের নাভিশ্বাস। নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বিপাকে পড়েছেন। হালিশহর এ ব্লকের দিন মজুর আলাউদ্দিন বলেন, আমাদের কাজ নেই। কেউ খাবার দিচ্ছেনা। চলবো কিভাবে? বাসার পরিবারের সদস্যরা খেয়ে না খেয়ে সময় পার করছেন। ভিক্ষুক আলেয়া বেগম বলেন, রাস্তায় মানুষ নেই। বাসায় গেলে কেউ দরজা খোলেনা। তাহলে অতিরিক্ত দামে কিভাবে খাদ্য ক্রয় করবো? এইচ ব্লকের লেখক ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা গাজী সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এত নজরদারি থাকার পরেও দোকানীরা পণ্যবিক্রিতে লুটপাট চালাচ্ছেন; এটা দুঃখজনক। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই জাতীয় দোকানীদের দ্রুত তালিকা করে যথাযথ বিচার দাবি করছি। চট্টগ্রামের কবি ফরিদ মিল্লাত বলেন, বাজারগুলোতে পণ্য বিক্রির তালিকা এবং মনিটরিং না থাকলে দোকানীরা এভাবে সাধারণ মানুষকে নাজেহাল করে ছাড়বেন।