করোনা ভাইরাসের কারণে সরাইলের সর্বত্রই চলছে লকডাউন। নিম্ন আয়ের লোকজনকে সহায়তার লক্ষে প্রস্তুত ছিল সরকারের ‘ঘরে ফেরা’ প্রকল্প। সরাইল উপজেলা প্রশাসন ও পরিষদ মিলে এই প্রকল্পের বরাদ্ধ লকডাউনে থাকা অসহায় দরিদ্র পরিবার গুলোর হাতে তুলে দিয়ে যাত্রা শুরূ করেছেন। দূর্যোগময় মূহুর্তে এ সহায়তা হাঁসি ফুিটয়েছে তাদের মুখে। আজ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ১৮ জন অসহায় লোককে এ প্রকল্পের আওতায় দেওয়া হয়েছে ত্রাণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইও অফিস সূত্র জানায়, ১৪ দিন লকডাউন চলবে। ইতোমধ্যে চলে গেছে ৩ দিন। বেকার হয়ে পড়েছে শ্রমজীবি ও নিম্ন আয়ের লোকজন। কাজ করলে আহার। না করলে উপোষ। এদের জন্যই সরকার পূর্বেই হাতে নিয়েছে ‘ঘরে ফেরা’ প্রকল্প। সরাইলের ৯টি ইউনিয়নের ওই দরিদ্র শ্রেণির লোকজনের জন্য ১ লাখ টাকা ও ১ টন চাল বরাদ্ধ রয়েছে। আজ শাহবাজপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা নিজ হাতে ১৮ জন লোকের প্রত্যেককে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ ও ১ লিটার তেল দিয়ে উদ্বোধন করেছেন। ত্রাণ দেওয়া হয়েছে রিকশা ও ভ্যান চালক, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ি, চায়ের দোকানদার, ঢাকা ছেড়ে আসা বাদাম বিক্রেতা ও শ্রমজীবি মানুষদের। লকডাউনের কারণে বর্তমানে যারা বেকার হয়ে অভাবে পড়েছেন। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি ও উপ-সহকারি প্রকৌশলী মো. সালাহ উদ্দিন। এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ইউএনও এএসএম মোসা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরাইল সদর ইউনিয়নে ৫ জন অসহায় লোককে এই ত্রাণ প্রদান করেছেন। এ ত্রাণ সামগ্রি হাতে পেয়ে খুবই খুশি হয়েছেন বেকায়দায় থাকা পরিবারের লোকজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা বলেন, মূলত লকডাউনের পর যে সকল পরিবার খাদ্যাভাবে পড়তে পারে তাদের জন্য সরকার এ প্রকল্প হাতে নিয়েছেন। দুইটি ইউনিয়নে শুরূ করেছি। ৯টি ইউনিয়নেই তালিকা হচ্ছে। তালিকাভুক্ত প্রত্যেকেই এ সহায়তা পাবেন। প্রসঙ্গত: সরাইলে গত ৩ দিন ধরে চলছে লকডাউন। গোটা সরাইলবাসী এখন প্রয়োজন ঘরের বাহিরে আসছেন না। আরো ১১ দিন চলবে। আর হোম কোয়ারেন্টিনে এখানে আছেন ১০২ জন।