রাজশাহীর বাঘায় করোনা ভাইরাসের বিষয়ে সচেতনার জন্য গ্রামে গ্রামে ব্র্যাকের লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে। বাঘায় ব্র্যাক অফিসের আয়োজনে করোনা ভাইরাসের সচেতনার বিষয়ে গতকাল শুক্রবার দিন ব্যাপি এই লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে।
ব্র্যাক বাঘা শাখা ব্যবস্থাপক মোস্তফা কামাল নেতর্েৃত্বে লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ব্র্যাক বাঘা এলাকা ব্যবস্থাপক সুরজিৎ কুমার পালসহ অফিসের সকল কর্মকতা ও কর্মচারী বৃন্দ। উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে মাইকিং ও লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
এ বিষয়ে ব্র্যাক বাঘা শাখা ব্যবস্থাপক মোস্তফা কামাল বলেন, করোনা ভাইরাস সারা বিশ্ববাসিকে ভাবিয়ে তুলেছে। এটি এমন একটি রোগ যা থেকে বাঁচা দু:সাধ্য। এটি বায়ু বাহিত রোগ। যা বাতাশের মাধ্যমে ছড়াই। গত ডিসেম্বর মাসে চিনে এ রোগ প্রথম দেখা দেয়। পরবর্তীতে বিশ্বেও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এ রোগের লক্ষন সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যাথা, গলা ব্যাথা, মারাত্নক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলাসহ শিশু এবং বৃদ্ধ দুর্বল ব্যক্তিদের ডায়েরিয়া ও ব্রং কাইটিস হতে পরে। এ থেকে মুক্তি পাওয়ার জন্য সাবান হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধোয়া এবং হাসি কাশি দেয়ার সময় মুখে রুমাল ব্যবহার করা, প্রচুর ফলের রস ও পানি পান করাসহ মুখে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়ে জনসচেতনতা মূলক এই লিফলেট বিতরণ করেন।