সারা বিশ্বের মানুষ আতঙ্কিত। দেশে দেশে করোনা ভাইরাসে ক্রমেই লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। নিয়মিত আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। শ্রমজীবি মানুষগুলো পড়েছেন চরম খাদ্য সংকটে। এমন পরিস্থিতিতে সূদুর আমেরিকা থেকেও নিজ জন্মভূমি সন্দ্বীপের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন আবদুল কাদের মিয়া। তিনি নিজ নামীয় আত্মমানবতার সেবায় নিয়োজিত ‘আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের’ মাধ্যমে ইতোমধ্যে অন্তত পাঁচ লক্ষ টাকা আর্থিক অনুদান পাঠিয়েছেন মানুষের জন্য। এই অনুদানের কারণে বহু অভাবী পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটেছে। এর আগে চলতি মাসের শুরুতেই মুজিব জন্মশত বার্ষিকী পালন করার জন্য চট্টগ্রাম ও সন্দ্বীপে আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের কাছে কয়েক লক্ষ টাকার অনুদান পাঠিয়েছেন তিনি। সবকিছু মিলিয়ে তিনি মানবিক দিকগুলো বিবেচনা করে সব সময় মানুষের বিপদের মূহুর্তেই এগিয়ে আসেন। তাঁর জন্য শুক্রবার হালিশহর এবং সন্দ্বীপের একাধিক মসজিদে মুসল্লিরা দোয়ার আয়োজন করেছেন।
একাধিক সূত্র জানায়, মানুষের কল্যাণে নিবেদিত আবদুল কাদের মিয়া নিউইয়র্ক এবং সন্দ্বীপে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত আছেন। দলের জন্য তাঁর অনেক ত্যাগ এবং সহযোগিতা রয়েছে। এই জাতীয় বিষয়টি আমলে নিয়েই দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁকে আগামীতে উত্তর জেলা কমিটির গুরুত্বপুর্ণ পদে দেখতে চায়। সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ওই কাদের সন্দ্বীপে গত দুই যুগ ধরে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। গরীব মেয়ের বিয়ে এবং যুবকদের বিদেশ যাত্রা, চিকিৎসা কিংবা চাকুরীতে যোগদানের সময় তিনি সর্বাত্মক সহযোগিতা করেন বলে এলাকায় জোরালো জনশ্রুতিও রয়েছে। স্কুল-কলেজ, মসজিদণ্ডমাদ্রাসা এবং সামাজিক সংগঠনে তাঁর সহযোগিতা অব্যাহত আছে। উপজেলার বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে আবদুল কাদের মিয়ার সু-সম্পর্ক রয়েছে বহুদিন। আবার সরকারের কয়েকজন মন্ত্রী এবং এমপির সাথে তাঁর সু-সম্পর্কের কথা এলাকার অনেকেই জানেন। চট্টগ্রাম শহরেও তিনি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছেন।
সূত্র জানায়, তিনি সন্দ্বীপের হাজী আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, আমেরিকান বাংলাদেশ চেম্বার অব কমার্স ইউএসএর সহসভাপতি, যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি, এবং সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য পদে ছাড়াও দেশ-বিদেশের একাধিক সেবামূলক সংগঠনের সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। একসময় তিনি ছাত্রলীগের গরীবে নেওয়াজ উচ্চবিদ্যালয়ের সাধারণ সম্পাদকের পদেও ছিলেন। বিগত ১৯৮৬সালে সন্দ্বীপের গাছুয়া গ্রামে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপি, জাতীয়পার্টি ও জামায়াত নেতা-কর্মীদের সশস্ত্র হামলা শিকার হন আবদুল কাদের মিয়া। তখন থেকেই জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ড জোরালো ভাবে শুরু করেন। গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে অধ্যায়নকালীন সময়ে ১৫ আগস্ট জাতীয় শোকদিবস পালন করার অপরাধে জৈনিক শিক্ষক কর্তৃক স্কুল থেকে তাঁকে টিসি দিয়ে বের করে দেওয়ার উপক্রম হয়েছিল।
এছাড়া ১৯৯১সালে জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চট্টগ্রাম-৮আসনে মুক্তিযোদ্ধা এম ইসহাক মিয়ার পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন তিনি। এরপর খালেদা জিয়া জয়লাভের পর উপ-নির্বাচনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ডা. আফছারুল আমীনের পক্ষে মাঠে নির্বাচনী কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করেন তিনি। ওই নির্বাচনের ভোট গ্রহণের সময় বিএনপির নেতা-কর্মীরা আবদুল কাদের মিয়ার ওপর হামলা চালায় এবং পুলিশের নিকট ধরিয়ে দেন। পরে ডা. আফছারুল আমীনের দ্রুত হস্তক্ষেপে তিনি হালিশহর থানা থেকে মুক্তিপান। দলীয় সূত্র জানায়, ২০০১ সালে বিএনপি নেতা-কর্মীদের অব্যাহত হুমকির কারণে প্রাণ ভয়ে স্বপরিবারে চট্টগ্রামে পালিয়ে আসেন তিনি। পরে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে তিনি কাজ করেন। এরআগে ১৯৯৩ সালে কমার্স কলেজে আওয়ামী লীগের পক্ষে সভা-সমাবেশে এবং আগ্রাবাদণ্ডহালিশহরে বিএনপির বিপক্ষে সক্রিয়ভাবে তিনি কাজ করেন। আবদুল কাদের মিয়া ১৯৯৮ সালে নিউইয়র্ক আসার পর নিজ ব্যবসার পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সাথে দলের কাজ শুরু করেন। পরে চট্টগ্রাম ও সন্দ্বীপের সবগুলো জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন তিনি দলীয় প্রার্থীদের আর্থিক সহযোগিতা দেয়া শুরু করেন। যা এখনো অব্যাহত আছে।
আবদুল কাদের মিয়া বি.কম পাশ। বর্তমানে তাঁর নিউইয়র্ক ও বাংলাদেশে ঠিকাদারী এবং রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে অনেকগুলো। নিউইয়র্কে আওয়ামী লীগের অফিসটির ভাড়া বিগত ৭বছর আবদুল কাদের মিয়ার অনুদানে চলে আসছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর যাবতীয় সাফল্যের কর্মকান্ডগুলো বিভিন্ন টিভি চ্যানেল, অনলাইন নিউজ এবং পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করছেন। বিগত জাতীয় নির্বাচনে সরকারের উন্নয়নগুলো দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রকাশের ব্যবস্থা করেন তিনি। এছাড়াও আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের মাধ্যমে চট্টগ্রাম ও সন্দ্বীপে গরীব মানুষজন এবং শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা অব্যাহত রেখেছেন। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মাধ্যমে নিউইয়র্কে এবং বাংলাদেশে দলের নানাবিধ কর্মকান্ডও পরিচালনা করা হয়। এই সংগঠনের সভাপতি হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী ড. আবদুল মোমেন। বিগত জাতীয় নির্বাচনে সন্দ্বীপ থেকে দলের এমপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। বিগত ২০১৮সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি। এরপর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে তিনি অনুদান প্রদান করেন। এরআগে সন্দ্বীপের বাউরিয়ার গাজীর মার্কেটে ৬শতাংশ জমি বঙ্গবন্ধু স্মৃতি সংসদের জন্য ক্রয় করে দিয়েছেন তিনি। ১৯৮৮সাল থেকে এই পর্যন্ত তিনি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের জন্য অনেকগুলো কাজ করেছেন। সাধারণ মানুষের জন্য তাঁর সেবামূলক কাজ এখনো চলমান রয়েছে। এজন্য সবাই খুশি হয়ে তাঁর জন্য দু’হাত তুলে মহান রবের কাছে দোয়াও করছেন। ওদিকে সন্দ্বীপের সাধারণ মানুষের মতে, প্রবাসী আবদুল কাদের মিয়ার মতো এলাকার অন্যান্য ধনী ব্যক্তিরা এভাবে মানুষের পাশে থাকলে সন্দ্বীপ দ্রুত আলোকিত হয়ে উঠতো।