পাবনার চাটমোহরে দোকানে মূল্য তালিকা না থাকায় ও বেশি দামে চাউল বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে তিন চাউল ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে চাউলের দোকানের মূল্য তালিকায় নতুন মূল্য সংযোজন না করা এবং বেশি দামে চাউল বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে চাটমোহর পুরাতন বাজারের দুলাল চাল ঘরের মালিক দুলাল চন্দ্রকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এরআগে একই বাজারের কুন্ডু এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী নন্দ কুন্ডুকে ৩ হাজার টাকা ও দত্ত চাল ভান্ডারের স্বত্তাধিকারী কালাচাঁদ দত্তকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মূল্য তালিকা টাঙানো না থাকায় রেলবাজার এলাকার রুপন ষ্টোরকে দুই হাজার টাকা ও কাটাখালী বাজারের রিপন ষ্টোরের স্বত্ত্বাধিকারী রিপন হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
এদিকে,দুটি মুরগীর খামারে পশুরোগ প্রতিরোধ আইনে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে আঃ আঃ হাকিমের খামারে ২ হাজার টাকা ও মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামে জাকির হোসেনের খামারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।