পাবনার চাটমোহর পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই স্প্রে করা হচ্ছে। পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এদিকে পৌরসভার মেয়রের উদ্যোগে পৌর এলাকার প্রায় ৩০টি নলকূপে হাত ধোয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি নলকূপের পাশে ব্যানার লাগিয়ে সাবান,টিস্যু রাখা হয়েছে। এ ছাড়া প্রতিদিনই বিতরণ করা হচ্ছে সচেতনতামূলক লিফলেট। এদিকে পৌর এলাকার মধ্য শালিখা মহল্লার একদল যুবক আসাদুজ্জামান পান্নার নেতৃত্বে পৌরসভার বিভিন্ন মহল্লায় জীবানুনাশক স্প্রে করেন।