ময়মনসিংহের গফরগাঁওয়ে যশরা ইউনিয়নের পাড়া ভরট গ্রামের এক দরিদ্র পরিবারের তাকমীনা (১৯) নামের এক কিশোরী ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে লাশ বাড়ির অদূরে একটি গাছে ঝুলিয়ে রাখার ৩দিন পর মোবাইল কল লিষ্টের সূত্র ধরে মাদ্রাসা ছাত্র মাহফুজ (১৮) কে এই খুনের সাথে জড়িত থাকায় সন্দেহে পুলিশ আটক করেছে। সে পাড়াভরট গ্রামের জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র ও রাওনা ইউনিয়নের রাওনা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার তারাপাশা গ্রামের আইনাল হকে ছেলে একই মাদ্রাসার ছাত্র ও আঠারদানা জামে মসজিদের মুয়াজ্জিন আশিকুল হকের সঙ্গে পাড়া ভরট গ্রামের আবদুল মতিনের কন্যা তাকমিনা প্রেমের সর্ম্পক ছিল। ইদানীং প্রেমের সর্ম্পক কারণে বিয়ের জন্য চাপ দিচ্ছিল তাকমিনা। পরে পূর্বপরিকল্পনা অনুয়ারী গত সোমবার রাত ৩টায় দিকে আশিকুল হক পালিয়ে যাওয়া কথা বলে বাড়ি থেকে প্রায় ১০০গজ দূরে আঠারদানা মসজিদের কাছে তাকমিনাকে মোবাইল ফেনে ডেকে নেয়। সেখানে যাওয়া পর প্রথমেই তাকমীনাকে আশিকুল ধর্ষণ করে। এ সময় সেখানে ওঁৎ পেতে ছিল তারই দুই বন্ধু আটককৃত মাহফুজ ও তারাপাশা গ্রামের আরিফ। পরে আশিকুল ও তার বন্ধুরা মিলে তাকমীনার হত,পা, মুখ চেপে ধরে মাথায় পাগড়ী দিয়ে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে। লাশ টেনে হেঁচড়ে মসজিদের পাশে একটি গাছে গলায় ওড়না দিয়ে তাকমীনা লাশ ঝুলিয়ে রেখে হত্যাকারীরা চলে যায়। ফজরে নামাজের সময় হলে আশিকুল আযান দিয়ে মসজিদে ফজরে নামাজের ইমামতি করেন। নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লীরা বের হয়ে গাছে ঝুলন্ত অবস্থায় তাকমীনার লাশ দেখতে পায়। তাকমীনার পরিধেয় বস্ত্র বিভিন্ন অংশ ছেঁড়া ছিল। লাশের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোনটি পড়ে ছিল। মুসল্লীরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়।
ময়মনসিংহ সিআইডির ক্রাইমসিন প্রধান মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে সিআইডির একটি বিশেষ টিম এবং গফরগাঁও থানার ওসি অনুকূল সরকারের নেতৃত্বে একটি পুলিশের বিশেষ টিম মঙ্গলবার দিন ঘটনাস্থল ঘিরে রাখে। বিকালে নিহতের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী এবং গফরগাঁও থানার ওসি অনুকূল সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঐ এলাকায় অভিযান চালিয়ে খুনের সাথে জড়িত থাকায় সন্দেহে মাদ্রাসা ছাত্র মাহফুজকে আটক করে। আঠারদানা জামে মসজিদের ইমাম মোজাম্মেল হক জানান, বুধবার দুপুর থেকেই মুয়াজ্জিন আশিকুল হক পলাতক। স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল বলেন, তাকমিনা স্থানীয় আঠারোদানা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করেও সে আর কোন কলেজে ভর্তি হয়নি। দরিদ্র পরিবারের মেয়েটিকে ধর্ষণের পর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার হউক।
এব্যাপারে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী জানান, এ হত্যকান্ডের রহস্য উদঘাটন করতে আমরা প্রযুক্তি ব্যবহার করছি। জড়িতদের আটকের স্বার্থে এখন কিছুই বলা যাবে না।