রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামের সমাজসেবক দেলোয়ার হোসেন নিজ উদ্যোগে করোনাa ভাইরাস থকে রক্ষা পেতে দিনমজুরি দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতণ করেছেন। তিনি একজন চাকুরি জীবি। তাঁর বেতন থেকে শুক্রবার সকাল ১০ টার সময় কেশরহাটে এসকল সামগ্রী বিতরণ করেছেন। এর আগে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে কেশরহাটে তিনি নিজ উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি রুবেল হোসেন, সমাজ সেবক আজাদ আলী, কেশরহাট পৌরসভার ৮ নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি সমসের আলী, সিনিয়র সাংবাদিক এম এম মামুন, সুর সংম্ভারের পরিচালক লিটন মাহমুদ প্রমুখ।