সরাইলে গভীর রাতে চারিদিকের মসজিদের মাইকে প্রচারিত হয়েছে আযানের ধ্বনি। ঘুম ভেঙ্গে কেউ আনন্দিত। কেউ উদ্বেলিত। অনেকের মধ্যে বিরাজ করেছে উদ্ধেগ উৎকন্ঠা। ভয়ে অনেকে কেঁদেছেনও। কারণ জানতে চারিদিকে ছুটাছুটি করেছেন অগণিত নারী পুরূষ। আবার একটি স্বপ্নের বার্তার রেফারেন্স দিয়ে অগণিত নারী ডাব গাছের গোড়ায় পানি ঢেলেছেন। কি তুলকালাম কান্ড! গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সরাইল উপজেলার সর্বত্রই এমন ঘটনা পরিলক্ষিত হয়েছে। আলেমরা বলছেন এটা ইমানের দূর্বলতার বহি:প্রকাশ। সূত্র জানায়, করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে গত তিন ধরে সরাইল লকডাউনে আছে। সেই সাথে চলছে শতাধিক প্রবাসী নারী পুরূষের হোম কোয়ারেন্টিং। এ দূর্যোগকে ঘিরে সমগ্র দেশের সাথে সরাইলেও চলছে উৎকণ্ঠা ও আতঙ্ক। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলেই পুলিশ লাঠিপেঠার সাথে হুমকি ধমকি। এমতাবস্থায় গত বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে হঠাৎ করে সরাইলের বিভিন্ন এলাকার মসজিদ গুলোর মাইকে প্রচারিত হতে থাকে আযানের ধ্বনি। এশার শেষ ফজরের ওয়াক্তও হয়নি। এখন কেন এবং কিসের আযান? ভাবনায় পড়ে যায় লোকজন। রাত ১২টা থেকে দেড়টা পর্যন্ত চলে এ আযান। গভীর রাতের আযানের ধ্বনিতে ঘুম ভেঙ্গে ভয়ে কাঁপতে থাকেন অনেকে। আতঙ্ক উদ্বেগ উৎকন্ঠার সাথে চিৎকার ছেছামেছি শুরূ হয় চারিদিকে। মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে হাতাশা ও অশান্তি। বাতাসে বার্তা ছড়িয়ে পড়ে মহামারি থেকে বাঁচতে এ আযান। সেই সাথে দুই রাকাত নফল নামাজও পড়তে হবে। গভীর রাতেই অনেকে মসজিদে গিয়ে কেউ বাড়িতেই আদায় করেন দুই রাকাত নামাজ। সেই সাথে ছড়িয়ে পড়ে এক নবজাতক শিশু নাকি ছালাম দিয়ে বলেছে সকল ডাব গাছ সাদা হয়ে গেছে। গাছের গোড়ায় পানি দিলে আবার সবুজ রং ধারণ করবে। এর ফলে আল্লাহপাক সকল বালা মুছিবত থেকে রক্ষা করবেন। গভীর রাতেই শুরূ হয়ে যায় মহিলাদের কলস নিয়ে দৌঁড়াদৌঁড়ি। লাইন ধরে খুঁজে বের করে ডাব গাছের গোড়ায় পানি দেওয়ার একটি প্রতিযোগিতা চলে দীর্ঘ সময়। সরাইল হাটখোলা জামে মসজিদের (বিকাল বাজার শাখি জামে মসজিদ) পেশ ইমাম মাওলানা শেখ মো. আমান উল্লাহ বলেন, বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশন থেকে সারা দেশে একযোগে আযান দেওয়ার বিষয়ে কোন ঘোষণা হয়নি। ফেসবুকের মাধ্যমে যারা আযান দেওয়ার কথাটি ছড়িয়েছেন তা নিছক গুজব। আমরা ভীতু কিছু মুসলমান তা বিশ্বাস করে নিজেদের ইমানের দূর্বলতার পরিচয় দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা বলেন, বালা মুছিবতের সময় আযান দিতে শুনেছি তবে আমাদের এখানে ইসলামি ফাউন্ডেশনের কোন নির্দেশনা ছিল না।